আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ লাভ করায় রাঙ্গামাটিতে সংবর্ধনা এখন থেকে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে—দীপংকর তালুকদার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ লাভ করায় রাঙ্গামাটিতে সংবর্ধনা
এখন থেকে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে—দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ লাভ করায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে রবিবার (১৩নভেম্বর) রাঙ্গামাটিতে সংবর্ধনা দেয়া হয়েছে।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে দীপংকর তালুকদারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।
এর আগে দীপংকর তালুকদারকে ঘাগড়া সড়ক থেকে বিশঅল মোটর শোভাযাত্রা সহকারে বরণ করে রাঙ্গামাটি শহরে ২০ কিলোমিটার মোটর র‌্যালী অনুষ্ঠিত হয়। নব-নিযূক্ত নেতা দীপংকর তালুকদার দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধান্ঞ্জলী অর্পন করেন।
সকালে দীপংকর তালুকদার রাঙ্গামাটি এসে পৌঁছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দীপংকর তালুকদারকে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাউখালী উপজেলার রাবার বাগান হতে পুরো শহরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনা জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহবান জানিয়ে বলেন, এখন থেকে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য সর্বদা নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসি। এই বিশ্বাসকে যারা ভঙ্গ করতে চাই তারা কখনোই আওয়ামীলীগের একজন প্রকৃত নেতা হতে পারেনা। তিনি বলেন, সকল নেতাকর্মীদের ঐক্য থেকে আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রধারীদের প্রতিরোধ করে ভোট ডাকাতি রুখে দেয়া গেলে, রাঙ্গামাটির নৌকার বিজয় পুরুদ্ধার করা সম্ভব।
সংবর্দিত দীপংকর তালুকদার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সনের ২ রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রম শান্তি চুক্তির মাধ্যমে এই অন্ঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নের যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেলেন সেই পদেক্ষেপের কারনে আজ পার্বত্য জেলায় শান্তি স্থাপিত হয়েছে। উন্নয়নের মজি সোপানে যাত্রা করেছে এখানকার প্রতিটি সেক্টর।
বক্তারা বাংলাদেশ আওয়ামী লেিগর সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার প্রতি ধণ্যবাদ জ্ঞাপন করে বলেন পার্বত্যান্ঞ্চল থেকে দীপংকর তালুকদারকে আওয়ামী লেিগর কেন্দ্রীয় কমিটিতে অর্ন্তভূক্ত করে এখানে আওযামী লীগের রাজনৈতিক কর্মকান্ডকে অরোবেগকান করার জন্য নেতা-কমৃীদের মাঝে বাড়তি মনোবলের সৃষ্ঠি করেছেন।
আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলের পর সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনিত করা হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930