আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে যোগ্য ভূমিকা রাখবে– চিত্রাংকন প্রতিযোগীতায় বক্তারা

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৯ মার্চ বিকাল ৪ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটা সংগঠনের সহ-সভাপতি এড. টিপু শীল জয়দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, কবি শবনম ফেরদৌসী, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, সাংগঠনিক সম্পাদক মাসকুদুর রহমান মাসুদ, আইন সম্পাদক শাহাদাত হোসেন, নারীনেত্রী রোজি চৌধুরী, সংগঠক কামরুল আলম মিন্টু, আবুল হোসেন শুভ, কবি সজল দাশ, শ্যামল চৌধুরী, ইফতেখার হোসেন শাহীদ, নাঈম উদ্দিন, সাকিব খান, রোবায়েত চৌধুরী, রাকিব হোসেন খান, শেখ মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক মানচিত্রও আমরা পেতাম না। ‘বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন; বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক এবং মুক্তির দূত। আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন কালজয়ী নেতাকে পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে তাঁর অনন্য নেতৃত্ব আমাদের মুক্তির সংগ্রামের বিজয় এনে দিয়েছিল। আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনা বাংলা বিনির্মাণে যোগ্য ভূমিকা রাখবে। শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধু খুবই ভালবাসতেন ও øেহ করতেন, যেকারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার আহŸান জানান।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031