খাগড়াছড়িতে আ’লীগের দু’গ্রুপের সংর্ঘষ পুলিশ সদস্যসহ আহত-১২

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে পুলিশ সদস্যসহ অন্তত আহত হয়েছে ১২ জন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা শহরের মাষ্টার পাড়া মুখে এ সংর্ঘষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি পৌর শাখার আহ্বায়ক বেলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। অপর দিকে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরাও মিছিল বের করে। উভয় পক্ষের মিছিলটি শহরের মাষ্টার পাড়া এলাকার মুখের সামনে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ১২ জনেরও বেশি সমর্থক আহত হয়েছে বলে দাবি করেছে নেতাকর্মীরা। এর আগে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এএসআই মাসুদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করায় প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে রাস্তায় যান চলাচল ও দোকান পাট বন্ধ ছিলো।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, জেলা সদরের গঞ্জপাড়ায় শ্রমিকলীগ নেতা বেলাল হোসেন এর উপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ মিছিল বের করলে শহরের মাষ্টার পাড়া মূখে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই জন পুলিশ সদস্যসহ অন্তত আহত হয়েছে সর্বমোট বার জন। পুলিশ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সংর্ঘষকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলেও জানান তিনি।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031