খাগড়াছড়ির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

খাগড়াছড়ির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার
প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ খাগড়াছড়ির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটি মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটির সকল সাংবাদিকবৃন্দর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক মো. আনোয়ার আল হক, রির্পোটাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ও রাঙ্গামাটি জার্নালিষ্ট’স নেটওর্য়াকের সভাপতি শান্তিময় চাকমা।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীরা আজ  সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন। খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাই তাঁর প্রমাণ। কিন্তু তাঁরপরও প্রশাসন নিরব।
তাই অবিলম্বে খাগড়াছড়ি সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার নেতৃত্বদাতা অভিযুক্ত খাগড়াছড়ি পৌর মেয়র ও তাঁর সহযোগিদের গ্রেফতারসহ সুষ্ট বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোড়দাবি জানান।
উল্লেখ্য,সম্প্রতি খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল ইসলামসহ কয়েকজন সন্ত্রাসীরা সাংবাদিক নিরব চৌধূরীসহ স্থানীয় সংবাদিকদের প্রাণ নাশের হুমকি দেন। এঘটনায় খাগড়াছড়ি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে গণমামলা করেন স্থানীয় সাংবাদিকরা।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930