গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ ১৮০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ০১

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিন) জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএর এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক/ জনাব আব্দুর রহিম, এসআই/আব্দুল মোনাফ এসআই/ মোঃ ইলিয়াস খাঁন, এএসআই/ জালাল উদ্দিন’গণ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন ভেলুয়ার দিঘীর দক্ষিন পাড়স্থ পাহাড়তলী ইউসেফ স্কুলের পিছনে আমিন ভান্ডারীর কলোনীর বাবুলের ভাড়া ঘরের সামনে অভিযান পরিচালনা করে আসামী মনি বেগম(৩০), পিতা-মোহাম্মদ আলী স্বামী-মৃত কামরুল বর্তমান স্বামী-টুটুল, মাতা-রেজিয়া বেগম, সাং-ভেলুয়ার দিঘীর দক্ষিন পাড়, ইউসেফ স্কুলের পিছনে,্ আমিন ভান্ডারী কলোনী, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম‘কে গ্রেফতার করেন। আসামীকে তল্লাশী করে আসামীর পার্টস ব্যাগে রক্ষিত ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে সিএমপি’র খুলশী থানায় ০২টি নিয়মিত মামলা, পাহাড়তলী থানায় ০৩টি নিয়মিত মামলাসহ সিএমপির বিভিন্ন থানায় মামলা রয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে বিভিন্ন উৎস হতে  ইয়াবা সংগ্রহ করে ছোট ছোট পলিথিনে মুড়িয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা দরে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930