চন্দনাইশে আইসিটি ফাউন্ডেশন কোর্স ও ত্রিভুজ একাডেমীর এইচএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা

চন্দনাইশে আইসিটি ফাউন্ডেশন কোর্স ও ত্রিভুজ একাডেমীর যৌথ প্রয়াসে ২০১৭ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আইসিটি ফাউন্ডেশন কোর্সের গেট টু গেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গত ২৮ মার্চ সকালে চন্দনাইশের গাছবাড়ীয়াস্থ সিটি গার্ডেন কমিউনিটি সেন্টারে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা। উদ্বোধক ছিলেন অর্পন বাংলাদেশের সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক ও দেশ আইটি সিটিজি’র সিইও রেজাউল করিম।

আইসিটি ফাউন্ডেশন কোর্স ও ত্রিভুজ একাডেমীর পরিচালক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিআইপি আলহাজ্ব আকতার হোসেন, প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়–য়া, প্রথম আলোর সাংবাদিক রাজ্জাক, মাষ্টার নুরুল আলম, মো. শাহাদাত হোসেন। শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন তৈয়বা ছাদেকা রাফা, মো. আমজাদ হোসেন, ইমন পাল, মো. দিদার, সামিয়া, মাহিন প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন এবং বিকালে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড আভিধানিক এর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয় বিদায় অনুষ্ঠান।

সভায় প্রধান অতিথি বলেন, তিনি চন্দনাইশেক একটি ডিজিটাল পৌরসভা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ডিজিটাল সমাজ বিনির্মানে আইসিটি ফাউন্ডেশন কোর্সের মত সকলকে তথ্যপ্রযুক্তি মুখী ও নব প্রজন্মকে তথ্যপ্রযুক্তির প্রসার বাড়ানোর আহ্বান জানান।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031