চাঁদ দেখা গেছে, শুরু হলো পবিত্র মাহে রমজান

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০৬ জুন) দিনগত শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
একই সঙ্গে সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বৈঠক শেষে তিনি জানান, ১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
‘২৯ শাবান ১৪৩৭ হিজরি, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ, ৬ জুন ২০১৬ খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।’
এই হিসেবে আগামী ২৬ রমজান ০২ জুলাই, শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে বলে জানান ধর্মমন্ত্রী।
এর আগে ফেনী থেকে প্রথম রমজান মাসের নতুন চাঁদ দেখা যায় বলে বাংলানিউজকে জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমির হোসেন।
পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চল থেকেও চাঁদ দেখার খবর পাওয়া গেছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930