চ্যানেল আই’র ১৮ বর্ষে পদাপর্ণ, ৫৪ পাউন্ডের কেক


দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই’র ১৮ বছরে পদার্পণ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ১২ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আনন্দ সমাবেশ,  বর্ণাঢ্য র‌্যালি এবং ৫৪ পাউন্ড ওজনের কেক কাটা হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) লাল সবুজের বর্ণিল বেলুন উড়িয়ে এবং আতশ বাজির মুহুর্মুহু শব্দে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিল চত্বরে শেষ হয়। সেখানে কাটা হয় ৫৪ পাউন্ড ওজনের  কেকটি। এ পর্বে যোগ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরোর প্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে আনন্দ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনজুমান আরা বেগম, আবিদা আজাদ,  সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট এমএ নাছের, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দোকান মালিক সমিতির সভাপতি মো. সাহাবউদ্দিন, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, অধ্যাপক ইদ্রিছ আলী, অধ্যাপক মাসুম চৌধুরী, চেম্বার পরিচালক মাহাফুজুল হক শাহ, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শরফুদ্দীন আহমেদ চৌধুরী রাজু, যুবনেতা জাহেদুর রহমান সোহেল, সংগঠক শরিফ চৌহান প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930