ডিজিটাল বিশ্বের অনন্য ডিসপ্লে আইসিসিবি-তে

ডিজিটাল বিশ্বের অনন্য ডিসপ্লে আইসিসিবিতে

দুই দিকে দুটি মেগা ডিজিটাল স্ক্রিন। মাঝখানে ডিজিটাল ব্যানার। তাতে জ্বলজ্বল করছে প্রধান অতিথি শেখ হাসিনার নাম। ডিজিটাল বাংলাদেশকে যিনি স্বপ্নের মাঝে সীমাবদ্ধ রাখেননি, রূপ দিয়েছেন বাস্তবে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ঘেঁষে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) বিশাল কনভেশনশন সেন্টারের গুলনকশা হলের এটাই চিত্র। বাইরে পুরো শহর সেজেছে দারুন সাজে

দেশের তথ্য প্রযুক্তি জগতের সবগুলো মুখই এখন এখানে। আইসিসিবি-ই যেন ডিজিটাল বাংলাদেশের খণ্ডচিত্র হয়ে উঠেছে।

তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধন হয়ে যাবে কিছুক্ষণেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মেলা উদ্বোধনের কথা রয়েছে। ডিজিটাল বিশ্বে নন-স্টপ বাংলাদেশ। এটাই এবারের আয়োজনের প্রতিপাদ্য।

পুরো কনভেনশন সিটির চারটি কেন্দ্রর সব ক’টি জুড়ে সত্যিকারের ডিজিটাল বিশ্বের ডিসপ্লে হচ্ছে এখানে। এটি বাংলাদেশে ডিজিটাল ওয়ার্ল্ড’র চত‍ুর্থ আয়োজন। তবে দেশের সবচেয়ে বড় কনভেনশন সিটিতে এবারই প্রথম।

ইতোমধ্যে অতিথিরা আসন নিয়েছেন। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এর পরপরই অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আয়োজন করেছে সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ও ডিজিটাল বাংলাদেশ প্রকল্প। সহযোগিতা করছে বেসিস ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় ও আইসিটি ডিভিশন, রবি হুয়াউয়ের যৌথ উদ্যোগে গ্রামীণ পর্যায়ে নারীর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে পাঁচটি মোবাইল বাসের উদ্বোধন করবেন।

এবারের ডিজিটাল ওর্য়াল্ড এ বিভিন্ন দেশের কয়েকজন মন্ত্রী, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ৪টি সেশন ও ১৪টি সেমিনারে অংশ নেবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশে কোন ফি নেই। আগামী ২১ অক্টোবর সন্ধ্যায় এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান হবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930