থানছিতে অনিদিষ্টকালের জন্য পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা

॥ মংবোওয়াংচিং মারমা, থানছি ॥ নিরাপত্তা জনিত কারনে অনিদিষ্টকালের জন্য থানছি উপজেলা পর্যটন এলাকায় নাফাঁখুম, আমিয়াখুম, বেলাখুম, বড় পাথর, রেমাক্রী খুম, আন্দারমানিক, তিন্দু, রেমাক্রী ও বড় মধক এলাকাসহ পর্যটন ষ্পটগুলিতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা করা হয়েছে।
মঙ্গলবার থেকে অনিদিষ্টকালের জন্য ৩৩ ব্যাটালিয়ান বলিপাড়া জোনাল কমাল্ডিং অফিসার কামরুল ইসলাম ও উপজেলা প্রশাসন (ইউএনও) জাহাঙ্গীর আলম এর যৌথ উদ্যোগের এ নিষেধাজ্ঞা জারী করা হয়।
জানা যায়, ২৪ শে আগষ্ট আরকান আর্মি স্বক্রীয় সদস্য ৬জনকে গ্রেপ্তার  ও বিপুল পরিমানের বিভিন্ন সরজ্ঞাম বিজিবি কর্তৃক আটকসহ থানছি থানা রাষ্ট্রদ্রোহীতা  মামলা করা হয়েছে। গত রবিবার জেলা ম্যাজিষ্ট্রেট কোট হতে গ্রেপ্তারকৃত আরকান আর্মি স্বক্রীয় ৩ সদস্যকে ৪ দিনের রিমান্ড নেয়ার এবং আরকান আর্মিদের বিভিন্ন প্রকার সহযোগীতা করার সহ নানা সংশ্লিষ্ট ২ ইউপি মেম্বার ও ১ কাঠ ব্যবসায়ীকে পুলিশ ২দিনের রিমান্ড নেয়ার খবর পেয়ে আরকান আর্মি সদস্যরা পর্যটন স্পটগুলিতে আনাগোনা রয়েছে এবং যে কোন মুহুর্থে পর্যটকদের অপহরণ মুক্তিপন সহ নানা কৌশল নিতে পারে এই ধারনা নিরাপত্তা জনিত কারনে এই নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
থানছি থানা এএসআই মোতালেব জানান, রিমান্ডে অনেক তথ্য বেড়িয়ে আসছে। তবে আরকান আর্মি গ্রেপ্তরকৃত সদস্যরা বাংলা ভাষা না জানা কারনে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে আরকান আর্মি সদস্যদের বিভিন্ন ভাবে সহযোগীতা করার অপর ৩জন থেকে  প্রভাবশালীরা  জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এই মুহুর্থে ঔসব প্রকাশ করার সম্ভব হচ্ছে না বলে বললেন তিনি।
গত ২৪ শে আগষ্ট বান্দরবান জেলা সদর থেকে ঢাকা মেট্রো – ন ১১- ৫০৭৩ , ঢাকা মেট্রো ন ১১- ২৭২৬ নম্বারে ২টি পিআপ ভর্তি আরকান আর্মিদের ব্যবহৃত পোষাক, ইনিফরম, গাছ কাটার করাট, কাঠ চিরানো পেট্রোল ইঞ্জিন করাট, বাংলাদেশের বিভিন্ন ব্রান্ডে ঔষধ, ইলেক্ট্রিক সামগ্রী, কম্পিউটার মনিটর মোবাইল টাইপ, মোবাইল, ব্যাটারী চার্জার, টশলাইট, উন্নতমানে পাওয়ারফুল মোবাইল ইন্টারনেট এ্যান্টিনার, বিজিবি রংগের পোষাক, বিভিন্ন লোকের ভিজিডিং কার্ড, আইডি কার্ডসহ ২ পিআপ সরজ্ঞাম পাওয়া গেচ্ছে।
এছাড়া ও গ্রেপ্তারকৃতদের থেকে ২ লক্ষ ৫৫ হাজার ২৮০ টাকা (বাংলাদেশী) ও মায়ানমারের নাগরিক ৩জনের কাজ থেকে ঔ দেশের ৮০ হাজার টাকা নগদ পাওয়া গিয়েছিল ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930