নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর দারুস সালাম থানার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পুলিশ।
বুধবার (১১ মে) বিকেলে দারুসসালাম থানার উপ–পরিদর্শক (এসআই) শহিদুর রহমান ও আব্দুর রাজ্জাক পৃথক দু’টি চার্জশিট জমা দেন। মামলা নম্বর ৪(৩)১৫ ও ৮(২)১৫।
খালেদা জিয়াসহ ছাড়াও চার্জশিটের অন্যতম আসামিরা হলেন–বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মীর সরাফত আলী সপু, হাবিব–উন নবী খান সোহেল ও আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
ঢাকা সিএমএম আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।