পশ্চিম বাকলিয়া হাজী নুর বক্স সওদাগর বাই লেইনের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

পশ্চিম বাকলিয়া হাজী নুর বক্স সওদাগর বাই লেইনের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

জান্নাতুল ফেরদৌস ঃ বাকলিয়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন বলেছেন, নগরীকে ক্লিন সিটি ও গ্রীন সিটি করার লক্ষ্যকে সামনে রেখে উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। নগরীর প্রতিটি ওয়ার্ডকে ডিজিটালাইজড করার মাধ্যমে চট্টগ্রাম নগরীকে একটি আধুনিক বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, বাকলিয়ার প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজ দ্রুত হচ্ছে। অনতিবিলম্বে বাকলিয়াকে আধুনিক উপশহর হিসেবে আমরা দেখতে পাবো। তিনি বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের পরিকল্পনা অনুযায়ী খুব সহসা এ শহর বাসযোগ্য একটি উন্নতআধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে। গতকাল বিকেল ৫টায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের হাজী নুর বক্স সওদাগর বাই লেইনের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তব্যে ফারজানা পারভীন উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক বাকলিয়া নারী পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি ডা: মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকলিয়া উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ ইলিয়াছ, মো: ইব্রাহীম, ওমর ফারুক, বাকলিয়া আদর্শ নারী পরিষদ  নেত্রী নাছিমা আক্তার, ফরিদা ইয়াছমিন, বিবি জয়নাব, হাসিনা আক্তার, পারভীন আক্তার মাশকুরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930