পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারীর প্রতিবাদে ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারী করার প্রতিবাদে বৃহস্পতিবার ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে দ্বিতীয় দিন রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের পাশাপাশি মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টিতে রাঙ্গামাটির জনজীবন ¯’বির হয়ে পড়ে।
হরতালের কারণে শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান পাট বন্ধ ছিল। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙ্গামাটির ৬টি নৌ-রুটে কোন নৌযান চলাচল করেনি।
এদিকে, অবিরাম বৃষ্টির মধ্যে দিয়ে হরতালের সমর্থন মাঠে নামে ওই সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। রাঙ্গামাটি শহরের বিভিন্ন ¯’ানে অব¯’ান নিয়ে বিক্ষোভ মিছিলও করেছে বাঙালী সংগঠনগুলো। হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটির ১০টি উপজেলায়ও হরতাল পালিত হয়েছে।
অন্যদিকে হরতাল সমর্থনকারী সংগঠনগুলো বিকেলে শহরের বনরূপা এলাকায় সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ, জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, পার্বত্য গণ শ্রমিক পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ রাসেল মাহমুদ প্রমুখ। সভায় দুইদিনের হরতাল শান্তিপূর্ণ পালন করায় রাঙ্গামাটিবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১ আগষ্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী সভায় অনুমোদন দেয়ার পর ৮ আগষ্ট আইন আকারে অধ্যাদেশ জারী করা হয়। এ আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রামের ৫টি বাঙ্গালী সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ দু’দিন ধরে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালন করেছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930