প্লাতিনির রেকর্ডে ভাগ রোনালদোর

৯ গোল নিয়ে রেকর্ডের এ পাতায় এতদিন একাই ছিলেন প্লাতিনি। ১৯৮৪ সালের আসরেই সবগুলো গোল করেছিলেন ফ্রান্সের এই কিংবদন্তি। এবার তার দেশে এসে রেকর্ড ছুঁলেন রোনালদো।
গত বুধবার ইউরোর প্রথম সেমি-ফাইনালে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে লাফিয়ে হেডে চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নিজের নবম গোলটি করেন রোনালদো।
ইতিহাসের পথে পর্তুগালের এই ফরোয়ার্ড চলা শুরু করেন ২০০৪ সালে। নিজেদের মাটিতে হওয়া এই আসরে দুই গোল করেন তিনি। সেবার অবশ্য ফাইনালে গ্রিসের কাছে ২-১ গোলে হেরে স্বপ্ন ভাঙে পর্তুগালের।
২০০৮ সালের আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বে চেক রিপাবলিককে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচে গোল করেন রোনালদো। অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের আসরে সেটিই ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের একমাত্র গোল।
২০১২ সালের আসরে ৩ গোল করেন রোনালদো। পোল্যান্ড-ইউক্রেনে হওয়া টুর্নামেন্টে সেমি-ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন গুঁড়িয়ে যায় পর্তুগালের।
এবার ফ্রান্সের আসরে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জোড়া করে প্লাতিনির পাশে বসার কাজটি অনেক এগিয়ে নেন রোনালদো। ইউরোয় প্রথম বার খেলতে আসা ওয়েলসের রূপকথার পথচলা থামানো ম্যাচে সারেন বাকি কাজটুকু।
হাঙ্গেরির জালে লক্ষ্যভেদ করেই প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি আসরে (২০০৪, ২০০৮, ২০১২ ও ২০১৬) গোল করার কীর্তি গড়েন রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। ওই ম্যাচেই গড়েন ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031