ফের দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারেই সূচক পতনের সঙ্গে রেকর্ড পরিমাণ লেনদেন কমেছে।

এদিন দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ২২১ কোটি ৮৫ লাখ টাকা, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। গত ১৯ মার্চ এই বাজারে ১৬৬ কোটি টাকা লেনদেন হয়।

দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪২৪ পয়েন্টে ছিল।

আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬৫ পয়েন্টে নামে; ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে হয় এক হাজার ৬৮৬ পয়েন্ট।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮ দশমিক ১৩ পয়েন্ট কমে দিন শেষে ১৩ হাজার ৫২৪  পয়েন্টে নামে। এই বাজারে লেনদেন হয় ১৬ কোটি ৬৮ লাখ টাকা, যা ২১০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

কয়েকদিনের ধারাবাহিক দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন দুই বাজারেই সূচক ও লেনদেন বাড়ে। ওই দিন  ডিএসইএক্স ৬২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে ওঠে। সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩২ পয়েন্টে ওঠেছিল।

রোববার সেই আবার আগের পতনের ধারাতেই ফিরেছে দুই বাজার।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার এই বাজারে ২২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৮২ কোটি টাকা বা ২৭ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয় ৩০৪ কোটি টাকার শেয়ার।

এদিন লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিসন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কাশেম ড্রাইসেলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়্যার ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট ও স্কয়ার ফার্মা।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930