ফ্লাইওভার নির্মাণে এতো টাকা খরচ কেন? — রওশন এরশাদ

আমাদের দেশে ফ্লাইওভার নির্মাণে ব্যয় বেশি জানিয়ে সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, ‘কোলকাতায় এক কিলোমিটার ফ্লাইওভার নির্মাণে ব্যয় ৮০ কোটি টাকা, জাপানে ৮০ থেকে ৮৫ কোটি টাকা, মালয়েশিয়া ৮৮ থেকে ৯০ টাকা ব্যয় হচ্ছে। আর আমাদের দেশে এক কিলোমিটার ফ্লাইওভার নির্মাণে ৩১৬ কোটি টাকা ব্যয় হচ্ছে। এতো খরচ কেন? এর চেয়ে মেট্রোরেল নির্মাণ করলে ভালো হতো।’
বুধবার (২৭ জুলাই) দশম জাতীয় সংসদের একাদশতম (বাজেট) অধিবেশনের সমাপনি বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে যেকোনো দিন বড় ধরনের ভূমিকম্প হতে পারে। হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে সরকারকে সর্তক এবং প্রস্তুতি নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই।’
জঙ্গিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘দেশের শান্তির জন্য আসুন আমরা যৌথভাবে কাজ করি।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে আইএস নেই। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়ন বাধাগ্রস্থ করতে জঙ্গি হামলা চালানো হচ্ছে। আর এসব হামলায় উচ্চ শিক্ষিত ও বিত্তবান পরিবারের ছেলেরা জড়িত। আমি আশা করবো, অভিভাবকরা সন্তানদের প্রতি সচেতন হবেন। তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কী করছে, সেদিকে খেয়াল রাখলে আশা করি এ ধরনের সমস্যা কমে আসবে। হামলা বন্ধে সরকার আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও আশা করি।’
রওশন এরশাদ বলেন, ‘দেশে ভালো পরিবেশ না থাকলে কেউ বিনিয়োগে এগিয়ে আসবে না। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ ইত্যাদি সুযোগ-সুবিধা পেলেই দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।’
নিম্ন মানের সড়ক নির্মাণ করা হচ্ছে, অভিযোগ করে বিরোদী দলীয় নেত্রী বলেন, ‘এখানে (সংসদে) আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আছেন। প্রতিদিন দেখা যায়, উনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। কিন্তু তারপরও রাস্তার কাজগুলো নিম্ন মানের হচ্ছে। টেকসই সড়ক নির্মাণ হচ্ছে না। বৃষ্টিতে রাস্তা ধুইয়ে যাচ্ছে।’
বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ বলেন, ‘দেশে যা ঘটছে মানুষের মনে শান্তি নেই। সকলের সমবেত প্রচেষ্টায় শান্তি ফিরিয়ে আনা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এসব বন্ধ করার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।’
যেসব সংসদ সদস্য প্লট পাননি তাদের প্লট দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান রওশন এরশাদ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930