“মিডিয়া জগতের নতুন বিপ্লবের নাম অনলাইন গণমাধ্যম”

বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রামের উদ্যেগে ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হাদিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সাবেক সভাপতি এজাজ ইউছুপি প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন পেক্ষাপটে গণমাধ্যমের অবদান অস্বীকার করার কোন ঝো নেই। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সুদীর্ঘকাল গণমানুষের কথা বলে আসছে। বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গঠন করার লক্ষে যেসব পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ মিডিয়া জগতের নতুন সংযুক্তি অনলাইন গণমাধ্যম। যা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি গণমানুষের কথা বলে যাচ্ছে নিরলসভাবে। যার ভবিষ্যৎ অতিব সম্ভনাময়।
অনলাইন সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, খবর প্রচারে অতিব সাবধনতা অবলম্বন করতে হবে। হলুদ সাংবাদিতা কখনো কাম্য নয়। পেশি শক্তির কাছে কোনভাবে মাথানত না করে গণমানুষের কথা বলে যেতে হবে।
বনপা চট্টগ্রামের উপদেষ্টা জনাব স্বপন মজুমদার সংগঠনের সদস্যদের উদেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বনপা চট্টগ্রামের সহ-সভাপতি আবু হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক এম.কে মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল, অর্থসম্পাদক মীর মেজবাহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামশুল করিম লাভলু প্রমুখ।

পরিশেষে সভাপতি জনাব হাদিদুর রহমান কেন্দ্রিয় বনপা’র সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট প্রযুক্তিবিধ মোস্তাফা জব্বার বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বনপা চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় এবং সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930