বাইশারী ও দোছড়ি ইউপি নির্বাচন-২০১৬ ৭৫ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

॥ মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি দলীয় প্রার্থীসহ মোট ৭৪জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭জন এবং সাধারণ সদস্য পদে ৫৩জন। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুই ইউনিয়নের স্ব স্ব রির্টানিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে এ প্রতিক বরাদ্দ দেন। প্রতিক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা ও উপজেলা শিক্ষা অফিসার আবু আহামদ।
প্রতিক পাওয়া প্রার্থীরা হচ্ছেন বাইশারীতে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মনিরুল হক (ধানের শীষ), আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ আলম (নৌকা), স্বতন্ত্র থেকে সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম (মোটর সাইকেল)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে লাছিং মার্মা (কলম), আয়েশা বেগম (তালগাছ), রাজিয়া বেগম (মাইক), ৪,৫,৬ নং ওয়ার্ডে সেলিনা আক্তার বেবী (মাইক), হাজেরা খাতুন (হ্যালিকপ্টার), সুফিয়া আক্তার (কলম), জুবেদা খাতুন (বক), ৭,৮,৯নং ওয়ার্ডে সাবেক মহিলা মেম্বার সাবেকুন্নাহার (সূর্যমুখী ফুল), আয়েশা ছিদ্দিকা (মাইক), রুমা আক্তার (হ্যালিকপ্টর)। এছাড়াও সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মো: ইব্রাাহিম (মোরগ), আনোয়ার হোসেন (ফুটবল), ২নং ওয়ার্ডে শাহাব উদ্দীন (ফুটবল), আবু তাহের (মোরগ), তসলিম উদ্দিন (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডে মাংইয়া মুরুং (তালা), মেংছম মুরুং (টিউবওয়েল), কেয়াচিং মুরুং (আপেল), মো: জয়নাল আবেদীন (মোরগ), আবুল হোসেন (ফুটবল), মো: বাদল হোসেন (ভ্যানগাড়ি), ৪নং ওয়ার্ডে  রমজান আলম (ঘুড়ি), দুদু মিয়া (আপেল), আনোয়ার সাদেক (ফুটবল), জসিম উদ্দিন (মোরগ), আলী আহামদ (তালা), ৫নং ওয়ার্ডে আবদুল জব্বার (টিউবওয়েল), মো: নুরুল আজিম (মোরগ), নুর মোহাম্মদ (ফুটবল), ৬নং ওয়ার্ডে অংক্যচিং মার্মা (টিউবওয়েল), থোয়াই ছালা চাক (ফুটবল), জাফর আলম বাবুল (আপেল), ৭নং ওয়ার্ডে মো: নুরুল আজিম (আপেল), মোহাম্মদ নুরুল কবির (ফুটবল), মো: শফিউল আলম (মোরগ), ৮নং ওয়ার্ডে আবদুর রহিম (মোরগ), আজিজুল হক (ফুটবল), ৯নং ওয়ার্ডে আবু তাহের (মোরগ), মো: রেজাউল করিম (আপেল)।
অন্যদিকে দোছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রশিদ আহাম্মদ (ধানের শীষ) আওয়ামীলীগ প্রার্থী আলহাজ¦ মো: হাবিবুল্লাহ (নৌকা)।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে রেহেনা বেগম (মাইক), রাশেদা বেগম (সূর্যমুখী ফুল), হালিমা বেগম (বক), ৪,৫,৬ নং ওয়ার্ডে বুলবুল আক্তার (মাইক), মোছফেকা খানম (সূর্যমুখী ফুল), ৭,৮,৯নং ওয়ার্ডে জাইতুন নাহার (মাইক), শামসুন নাহার (সূর্যমুখী ফুল)। এছাড়াও সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে নুরুল ইসলাম (তালা), জালাল আহামদ (ফুটবল), ২নং ওয়ার্ডে আলী আহামদ (মোরগ), মেনরুং মুরুং (ফুটবল), মাংপ মুরুং (আপেল), নুরুল আলম (তালা), ৩নং ওয়ার্ডে অভিরাম ত্রিপুরা (তালা), কাইফুক মুরুং (ফুটবল), চালাম মুরুং (টিউবওয়েল), থোয়াই চিং অং চাক (মোরগ),  ৪নং ওয়ার্ডে  নুর কামাল  (মোরগ), বর্তমান মেম্বার মোহাম্মদ ইমরান ( ফুটবল), ৫নং ওয়ার্ডে  মো: হোসেন (তালা), দিল মোহাম্মদ (ফুটবল), নুরুল ইসলাম (মোরগ), ৬নং ওয়ার্ডে মুজিবুর রহমান (মোরগ), মো: জমির হোসেন (ফুটবল), ৭নং ওয়ার্ডে আমীর আলী (ফুটবল), নুর মোহাম্মদ (মোরগ), ৮নং ওয়ার্ডে আলী জোহার (ফুটবল), শফিকুর রহমান (মোরগ), ৯নং ওয়ার্ডে ক্যমংচিং মার্মা (ফুটবল), পাইংপিয় ¤্রাে (তালা), মেনলেং মুরুং (মোরগ)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী প্রচারণা কালে সংশ্লিষ্ট প্রশাসনকে সকল প্রার্থীরা সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।
এদিকে প্রতিক বরাদ্দের প্রথম দিন থেকেই সরগরম হয়ে উঠেছে উপজেলার দুটি ইউনিয়ন। শুধু প্রচারই নয় প্রার্থীরা পোষ্টার, ফেস্টুনসহ নির্বাচনী কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছেন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নৌকা প্রতীক ও বিএনপির দলীয় প্রার্থীদের ধানের শীষ বরাদ্দ সবার জানাই ছিল। তাই এসব দলীয় প্রার্থীরা শুরু থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন কেবল অন্যান্য দল ও সতন্ত্র প্রার্থীরা। গতকাল তারাও প্রতীক বরাদ্দ পেয়ে প্রথম দিন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। প্রায় প্রার্থীই বাড়ি বাড়ি গিয়ে স্ব-স্ব প্রতীকে ভোট ভিক্ষা চাইছেন। প্রার্থীদের আনাঘোনায় এখন গ্রামের বাড়িগুলোতেও বিরাজ করছে অন্যরকম আমেজ। প্রতিক বরাদ্দ পেয়ে বাইশারী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী প্রার্থী ও সাবেক মহিলা মেম্বার সাবেকুন্নাহার বলেন- বিগত দুটি নির্বাচনে তিনি ফুল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বাইশারীর জনসাধারণ বিপুল ভোটে তাকে সম্মানিত করেছিলেন। এবারও তার পছন্দের সূর্যমুখী ফুল প্রতিক হিসেবে পাওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর প্রতিকে ভোট চান।
অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী মো: আলম ও বিএনপি প্রার্থী মনিরুল হক আনুষ্ঠানিকতা সারতে এসেছিলেন রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে। তাদের স্ব স্ব প্রতি নৌকা ও ধানের শীষ নিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে পুরোদমে প্রচরণা শুরু করেছেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930