বান্দরবানে ইয়াবা সহ দুই আসামী গ্রেফতার

॥বান্দরবান প্রতিনিধি॥ ২৬ মে ২০১৬ তারিখ অফিসার-ইন-চার্জ, বান্দরবান সদর থানার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই/কৃষ্ণ কুমার দাস, এএসআই/সজীব বড়–য়া ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন থানচি বাসস্ট্যান্ড এলাকা হইতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক (২৭) পিতা-মোঃ রফিক আহম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-নোয়ারবিলা খয়রাতি পাড়া, চরম্বা ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান-পালকি গেষ্ট হাউজ, হাফেজঘোনা, ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা ও জেলা-বান্দরবানকে গ্রেফতার করেন। আসামী ফারুককে ইয়াবা ট্যাবলেট সংগ্রহের উৎস সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে বান্দরবান পৌরসভাধীন চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন চৌধুরীর নিকট হতে ক্রয় করেছে এবং তার নিকট বিক্রয় করার জন্য আরো ইয়াবা ট্যাবলেট আছে বলে জানালে সেকেন্ড অফিসার এসআই/কৃষ্ণ কুমার দাস, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ফারুককে সাথে নিয়ে বান্দরবান পৌরসভাধীন মেম্বার পাড়া এলাকায় নয়ন চৌধুরীর বসতঘরে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামী নয়ন চৌধুরী (৩২), পিতা-অরুন চৌধুরী, মাতা-বাসনা চৌধুরী, সাং-মেম্বার পাড়া, ০৭নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা ও জেলা-বান্দরবানকে আটক করেন। আসামী নয়ন চৌধুরীর দেখানো মতে তাহার বসতঘরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করাকালে রান্নাঘরের বেড়ার ফাঁকে একটি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেট ভর্তি ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে মোট (৯২+১০)=১০২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাহাদেরকে সাথে নিয়ে আরো মাদক উদ্ধার অভিযান পরিচালনা শেষ করে অত্র থানার সেকেন্ড অফিসার এসআই/কৃষ্ণ কুমার দাস বাদী হয়ে বান্দরবান সদর থানার মামলা নং-১০, তারিখ-২৬/০৫/২০১৬ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত ২০০৪) এর ১৯(১) টেবিল ৯(খ) রুজু করেন। মামলার তদন্ত অব্যাহত আছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031