মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ সংগঠনের যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপি’র সভাপতি শফিউল আযম, ছাত্র দল সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা মহিলা দলের আহবায়ক মিনিরা আরশাদ।
সভায় রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন, যে আশা আকাংখা নিয়ে ৩০ লক্ষ শহীদের আত্মহুতির মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধের আজকের এই বিজয় অর্জন করেছিলাম আজকে সেই বিজয় দিবসের আশা আকাংখা ভূলন্ঠিত হতে চলেছে। আজ বর্তমান সরকার জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতাসহ সকল রাজনৈতিক কর্মকান্ডের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বর্তমান সরকার এর এই অগনতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আগামী দিনের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের আন্দোলনে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁতী দলের সভাপতি আব্দুল গণি মজুমদার, সাধারণ সম্পাদক আনোয়ার আযিম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, ছাত্রদল সদর থানার সভাপতি কামরুল ইসলাম রাজু, পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
