মাটিরাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত

॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ অবশেষে মাটিরাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেলো। দেশে করোনা ভাইরাস সংক্রমণের ৭৬তম দিনে শনাক্ত হলো প্রথম বারের মতো করোনা রোগী। করোনা রোগী শনাক্তের মধ্যদিয়ে মাটিরাঙ্গাকে করোনা মুক্ত রাখার সব লড়াই শেষ হয়ে গেলো।
শুক্রবার (২২ মে) রাত ১২টার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে করোনায় আক্রান্ত পাঁচ জনের একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম জানান, আক্রান্ত ব্যক্তি গেল সপ্তাহে অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন। তিন দিন ঢাকায় অবস্থান করে ফেরার পর তার মধ্যে করোনা ভাইরাসের বিভিন্ন উপস্বর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।
নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে প্রথম করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ আবারো সকলকে ঘরে থাকার ও নিরাপদ থাকার আহবান জানিয়ে বলেন, এখনো সময় আছে যার যার ঘরে থাকুন। ঘর থেকে বের হবেন না। নিজের পরিবার পরিজনকে সুরক্ষিত রাখুন। সব প্রয়োজনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা মাঠে আছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930