যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘পালস ক্লাব’ নামে সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালিয়েছে অজ্ঞাত এক বন্দুকধারী। এ হামলায় কমপক্ষে ৫০ হন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
এ ঘটনার পর সিটি মেয়র বাডি ডেয়ার ‘জরুরি অবস্থা’ জারি করেছেন। আহত ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এই হামলা হয়। হামলার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে হত্যা করে। ওই হামলাকারীর নাম ওমর মতিন। পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। তবে এটা স্থানীয় সন্ত্রাসীদের কাজ, নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি।
জরুরি উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি গাড়ি ওই এলাকায় রয়েছে। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শতাধিক মানুষ ওই ক্লাবে ফুর্তি করছিল। ওই ক্লাবটিকে অরল্যান্ডো শহরের সবচেয়ে জমজমাট সমকামী ক্লাব বলে পরিচিত।
রিকার্ডো নেগ্রোন আলমোদোভার নামের এক ব্যক্তি বিবিসিকে বলেন, বন্দুকধারী ওই হামলাকারী স্থানীয় সময় রাত দুটার সময় গুলি চালাতে শুরু করেন। তখন অনেকে মেঝেতে শুয়ে পড়েন। তবে কে গুলি করছিল, তা স্পষ্ট দেখা যাচ্ছিল না।
পুলিশ টুইটারে অরল্যান্ডোর বাসিন্দাদের প্রতি আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে।
