রাঙ্গামাটিতে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ১৪৬ জন, সুস্থ হয়েছে ৬৬ জন

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ গতকাল রাতে রাঙ্গামাটি নতুন করে আরো ১৮ জন করোনা আক্রান্তের খবর জানিয়েছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪৬ জন। এখনো পর্যন্ত রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। আজ সকাল পর্যন্ত রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে ৬৬ জন।
রাঙ্গামাটি করোনার ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল রাতে চট্টগ্রাম ভেটেনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিশ^বিদ্যালয় (সিভাসু) থেকে ৬৬টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৮ জনে রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি জেলা সদরের ১৫ জন, কাউখালী উপজেলায় ১ জন চিকিৎসক, কাপ্তাই উপজেলায় ১ জন, নানিয়ারচর উপজেলায় ১ জন। এর মধ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের ইনসপেক্টর, একজন এসআই, তিন কনস্টেবল এবং ১১ জন সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে।
রাঙ্গামাটি শহরের পুলিশ লাইন্সে ৪ জন, এসপি অফিসের ডিবি ইন্সপেক্টর ১ জন, রিজার্ভ বাজার এলাকায় ২ জন, আপার রাঙ্গামাটি এলাকায় ১ জন, তবলছড়ি অফিসার্স কলোনীতে ১ জন, কলেজ গেইট ১ জন, আলম ডক ইয়ার্ড ১ জন, ভেদভেদী ক্যান্টেম্যান্টে ১ জন, রাজমুনি পাড়ায় ১ জন, বনরূপা ১ জন, সুখী নীল গঞ্জের নতুন পুলিশ লাইনে ১ জন, কাপ্তাইয়ে ১ জন, কাউখালীতে চিকিৎসক একজন, এবং নানিয়ারচরের ঘিলাছড়িতে ১ জন আক্রান্ত হয়ছে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফিউল্লাহ জানান, বুধবার সকালে ৭ জন এবং রাতে ৬ জন সহ গতকাল মোট ১৩ জন করোনা পজেটিভ পাওয়ার তথ্য আমরা পেয়েছি। আজ তাদেরকে যথাযথ ভাবে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930