রাঙ্গামাটি জেলা পরিষদের সাথে এ আই এন্ড এসোসিয়েটস-এর চুক্তি স্বাক্ষর

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সুবিধা ও পর্যটকদের বিনোদন বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭জুন) সকালে জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, রাঙ্গামাটির পর্যটন শিল্পের বিকাশে আগামী তিন বা চার বছরের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। মহাপরিকল্পনায় এ জেলার পর্যটনের বিকাশে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার সবকিছু করা হবে।
এ আই এন্ড এসোসিয়েটস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানের ঢাকার হাতির ঝিলের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাঙ্গামাটি হচ্ছে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। এখানে হ্রদের মাঝখানে ছোট ছোট যেসব দ্বীপ রয়েছে সে দ্বীপগুলোকে কাজে লাগানো যাবে। এছাড়া পাহাড়, ঝর্না আর এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সব বয়সী মানুষের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা নেয়ার জন্য পরিকল্পনা নেয়া হবে।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্র“ চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, এ আই এন্ড এশোসিয়েটস লিঃ’র প্রকৌশলী মশিউর ইসলাম, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930