রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মুখে জুলাই বিপ্লবের স্মরণে এই র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়।
জুলাই বিপ্লবের স্মরণে আয়োজিত র‌্যালি প্রশাসনিক ভবন-১ থেকে স্মৃতিস্তম্ভ হয়ে ঘুরে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। ভাইস-চ্যান্সেলর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
তিনি বলেন, জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার যে রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে যে নতুন দেশ পেলাম, আমরা এর মধ্যেদিয়ে নিজেরা সংশোধিত হতে চাই। ৫৫ বছর বাংলাদেশে যা হয়নি, এদেশের প্রতিটি মানুষ যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের কথা বলতে পারেন সেরকম পরিবেশ যেনো আমরা তৈরি করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে পারি সেলক্ষে দেশের ছাত্র সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেন এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন। গুণগত শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও উন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। জুলাই গণঅভূত্থানে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য রাষ্ট্রকে সর্ব্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান। অতঃপর জুলাই বিপ্লবে শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া করেন।
র‌্যালি ও দোয়া শেষে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রিন্টেড কারিকুলামের মোড়ক উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031