রাঙ্গুনিয়ায় জনপ্রতিনিধিসহ সহ একদিনে ৭ জন করোনায় আক্রান্ত

শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় একজন জনপ্রতিনিধিসহ একদিনে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮৯। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানা গেছে, ১২ জুন বিআইটিআইডিতে পাঠানো নমুনার মধ্যে ৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে জনপ্রতিনিধি ছাড়াও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। তাঁর বাড়ি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকায়। এছাড়া কোদালা ইউনিয়নের এক ব্যক্তি, পোমরা ইউনিয়নের একজন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একজন, উপজেলা সদরের ইছাখালির একজন ও জুটমিল এলাকার একজন রয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় এক নারীর বাড়ি রাঙ্গুনিয়া লেখা থাকলেও তিনি চট্টগ্রাম নগরে থাকেন নমুনাও দিয়েছেন ওখানে। তালিকায় আরো দুজনে নমুনা সংগ্রহ রাঙ্গুনিয়ায় ভূলবশত লেখা হয়। দুইজনের বাড়ি চট্টগ্রাম নগরীতে। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর তালিকায় ৭ জন নতুন করোনা আক্রান্তের তালিকায় যোগ হবে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । আজ বুধবার পর্যন্ত রাঙ্গুনিয়ায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭৮, ফলাফল পাওয়া গেছে ৩৭১ জনের, সুস্থ রোগীর সংখ্যা ২৮ জন হোম আইসোলেশনে আছেন ৪৯ জন, হাসপাতাল আইসোলেশনে ৯ জন রয়েছেন । কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু ৩ জন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031