লিভ ইন নিয়ে যা ভাবছেন শ্রদ্ধা

লিভ ইন নিয়ে যা ভাবছেন শ্রদ্ধা

চুম্বন বা খোলামেলা দৃশ্য নিয়ে বরাবরই শ্রদ্ধা কাপুরের ছুঁৎমার্গ নেই। বাস্তব জীবনে যখন যা মন চায় করেন, তা প্রকাশেও তার আপত্তি নেই। লিভ ইন বির্তক নিয়ে তিনি জানান, লুকোচুরির কিছু নেই। যখন লিভ ইনের প্রশ্ন আসবে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন!

সম্প্রতি গুজব উঠে লিভ ইন করতে ‘রক অন টু’ সহশিল্পী ফারহান আখতারের বাড়িতে উঠেছিলেন শ্রদ্ধা। কিন্তু বাবা শক্তি কাপুর মেয়ের সুখ সইতে পারেননি। ধমক দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।

অবশ্য শ্রদ্ধা বা শক্তি কেউ এ কথা স্বীকার করেননি। শক্তি জানান, লিভ ইন কীভাবে করবে! ফারহানকে তো ‘আঙ্কেল’ ডাকে শ্রদ্ধা।

‘আশিকি টু’-খ্যাত এ নায়িকা বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে। আমার মনে হয়, মিথ্যে খবর রটানোর আগে মিডিয়ার অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গসিপ করার মানে কী— কে জানে! এর জন্য আমি তো বটেই, আমার পরিবারকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

এদিকে শ্রদ্ধার নতুন সিনেমা ‘ওকে জানু’ মুক্তি পাচ্ছে ১৩ জানুয়ারি। যাতে প্রেমিকের সঙ্গে লিভ ইন করার তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। প্রশ্ন ছিল— যখন মনের মতো কাউকে পাবেন, লিভ-ইন করতে চাইবেন? উত্তরে শ্রদ্ধা বলেন, ‘যখন লিভ-ইনের পরিস্থিতি আসবে, আমাকে বাড়ি ছেড়ে অন্য কোথাও অন্য কারো সঙ্গে থাকতে হবে— তখনই ভাবব ব্যাপারটা করব কি না। যারা ব্যাপারটার সঙ্গে স্বচ্ছন্দ, যারা একে অপরের সঙ্গে থেকে সুখী, তাদের কথা আলাদা।’

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930