স্বাধীন দলনিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় সংকট থেকে নিষ্কৃতি খুঁজতে হবে

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সভা নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সহ সভাপতি মাওলানা মুহাম্মদ কাজী মুছা নঈমী। স্বাগত বক্তব্য দেন উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, বর্তমানে জাতীয় নির্বাচন ইস্যুতে ঘনীভূত সংকট থেকে নিষ্কৃতি পেতে হলে সবার কাছে গ্রহণযোগ্য দলনিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে বিদ্যমান জাতীয় সংকটের জট খুলতে হবে। ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংকট থেকে বেরিয়ে আসতে হলে সকল দলকে খোলা মনে সংলাপে বসতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ইস্যুতে মতৈক্য না হলে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়াবে। বক্তারা সকল খুন, গুম, অপহরণসহ নারী নিপীড়কদের যথাযথ বিচার নিশ্চিত করার এবং ব্যাংক লুটেরা দুর্বৃত্তদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি দাবি জানান। সভায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন, মাওলানা মুহাম্মদ ওবাইদুল মুস্তাফা কদম রসুলি, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, এস.এম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হারুন সওদাগর, মাওলান মুহাম্মদ আবদুল খালেক, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন হোসাইনি প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930