পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের পঞ্চম দিনে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীসহ চট্টগ্রামে মোট ২৮২ জনকে আটক করেছে পুলিশ। তবে এদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে। অভিযানে দুটি দেশিয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত এ ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, নগরী ও জেলার ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ২০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৬৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলায় ১৬ জন, জামায়াত-শিবিরের ৮ জন, পুলিশ আইনে ৫ জন এবং অন্যান্য ঘটনায় ৮জন আটক হয়েছেন। নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীতে গত ২৪ ঘণ্টায় মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৩ জন বিশেষ অভিযানে আটক হয়েছেন।
