শিরোনাম
প্রচ্ছদ / গণমাধ্যম / সরকার সনাতন সমাজের জীবন-মান উন্নয়নে আন্তরিক : বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি

সরকার সনাতন সমাজের জীবন-মান উন্নয়নে আন্তরিক : বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি

সনাতন সমাজের জীবন-মান উন্নয়নে সরকার আন্তরিক হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাংসদীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। তিনি বলেন, সারা দেশের মত চট্টগ্রামেও অনেক মসজিদ, মঠ,মন্দির,রাস্তা,উপাসনালয়সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় নতুন এবং বাকী কাজগুলোও করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে, সকলকে সাথে নিয়েই এগিয়ে যেতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৬ আগষ্ট বুধবার বিকেলে নগরীর মোটেল সৈকত এর হলরুমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম বিভাগের উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলার মঠ,মন্দির, শ্মশান ও দুস্থদের মাঝে অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ৪ আসন (সীতাকুন্ড) এর সংসদ সদস্য দিদারুল আলম, সিএমপি (উত্তর)উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, চবি’র রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে।
কল্যাণ ট্রাষ্টের মন্দির ভিত্তিক স্কুলের সহকারী পরিচালক শ্রী রিংকু কুমার শর্মার পরিচালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলার সহ- সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব,সহ- সভাপতি বিপুল কান্তি দত্ত। উপস্থিত ছিলেন, জেলা পূজা পরিষদের যুগ্ম সা: সম্পাদক অলক মহাজন,মিরসরাই পূজা পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাংবাদিক বিশ্বজিৎ পাল, ফটিকছড়ির সভাপতি রতন চৌধুরী,ভুজপুরের সভাপতি লিংকন চক্রবর্তী,হাট হাজারী উপজেলার সা: সম্পাদক রিমন মুহুরী,সীতাকুন্ডের তপন চক্রবর্তী,ভুজপুরের রনজিত শীল,সীতাকুন্ড উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি রনজিত সাহা,বিমল নাথ,সা: সম্পাদক স্বপন নাথ,মিরসরাই জম্মষ্টমী কমিটির সা: সম্পাদক গোপী দাশ, করোনায় মৃত দেহ সৎকার কমিটির সীতাকুন্ডের সভাপতি মাস্টার প্রবীর কুমার নাথ,মীরসরাই এর জহরলাল নাথ অভি,সা: সম্পাদক অভি রায় ও দুলাল দেসহ বিভিন্ন মন্দিরের সভাপতি/ সম্পাদক বৃন্দ উপস্থিতি ছিলেন।

পড়ে দেখুন

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

॥ ডেস্ক রিপোর্ট ॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের …