আমার বন্ধু ট্রাম্পকে অভিনন্দন: নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক :: ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের উদ্দেশে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে বিশ্ব শান্তির বার্তাও দেন তিনি।
মোদী লেখেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনী জয?ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয?াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী।
ট্রাম্পের উদ্দেশে তিনি আরও লেখেন, আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।
ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩৮টির মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৭৯টি। আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।
প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার আগেই ট্রাম্প অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে জয়ী ঘোষণা করে বিজয়ী ভাষণ দেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশস্থলে ভাষণ দেননি কমলা। সেখানে সমর্থকদের ভিড়ও ছিল না।
ইতোমধ্যে বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031