এম.পি আবদুল লতিফ এর অর্থায়নে নগরীর ২০০ টি পয়েন্টে ভূর্তুকি মূল্যে ভোগ্যপন্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন সিটি মেয়র

চট্টগ্রাম ১১ নির্বাচনী এলাকার সাংসদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম. আবদুল লতিফ এর অর্থায়নে নগরীর ২৭,২৮,২৯,৩০,৩৬,৩৭,৩৮,৩
৯,৪০ ও ৪১ নং ওয়ার্ড সহ নগরীর ৪১ টি ওয়ার্ডের ২ শতাধিক পয়েন্টে একযোগে সকাল ও বিকেলে ভোগ্যপন্য চাউল, চিনি ও বুট ভূতুর্কি মূল্যে বিক্রির কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাউল ১৫ টাকা, প্রতি কেজি চিনি ৪০ টাকা এবং প্রতি কেজি বুট ৩০ টাকা দরে বিক্রী করা হচ্ছে। ১০ জুন ২০১৬ খ্রি. শুক্রবার দুপুরে নগরীর ফকিরহাটে ভূতুর্কি মূল্যে ভোগ্যপন্য বিক্রি কার্যক্রম শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে সুধি সমাবেশে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিচ্ছে। রোজাদার বান্দাদের জিম্মি করে অসৎ ব্যবসায়ীরা আল্লাহর এবং আল্লাহর রাসুলের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। যা ক্ষমাহীন অপরাধ। মেয়র এ সকল মুনাফালোভী অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট সৃস্টিকারীদের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য সর্ব সাধারনের প্রতি আহবান জানান। জনাব আ জ ম নাছির উদ্দীন জনদূর্ভোগ থেকে রোজাদারদের রক্ষা করার লক্ষে এবং জনহিতকর কাজের অংশ হিসেবে ভূতুর্কি দিয়ে রোজাদারদের জন্য মাসব্যাপী ভোগ্যপন্য বিক্রী করার এই মহতী কাজের জন্য জনপ্রিয় সাংসদ জননেতা আলহাজ্ব এম. আবদুল লতিফ এর ভূয়সী প্রশংসা করে তাকে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ও নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। মেয়র বলেন, এ সাংসদ সারা বছর জুড়ে ভূতুর্কি দিয়ে চট্টগ্রাম ১১ নির্বাচনী এলাকায় ১০ টি ওয়ার্ডে ভোগ্যপন্য বিক্রী করে নাগরিক সেবা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আল্লাহ তায়ালার পবিত্র কোরআন ও সুন্নাহ কথা স্মরণ করে বলেন, তাকওয়া অর্জন করার জন্য রোজার মাসকে ৩ (তিন) ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের জন্য নির্ধারিত। সিটি মেয়র বলেন, হালাল হারাম বিবেচনায় আনতে হবে মনুষ্যত্ব মানুষকে অর্জন করতে হবে। পরিশুদ্ধ হৃদয়বান কোন মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না। তিনি ব্যবসাকে হালাল উপার্জন বিবেচনায় ব্যবসা পরিচালনার জন্য ধর্মপ্রান ও দেশপ্রেমিক ব্যবসায়ীদের আহবান জানান। পবিত্র রমজানে ভূতুর্কি মূল্যে ভোগ্যপন্য বিক্রী কার্যক্রম উদ্বোধন কালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহববুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম, শ্রমিক নেতা আবদুল মতিন মাষ্টার, ইমাম হোসেন, আবদুল সাদেক হোসেন নান্না, সৈয়দ আহমদ বাদল, আবদুল মান্নান সহ ২৭,২৮,২৯,৩০,৩৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র ২০০ টি পয়েন্টে মালামাল বিক্রীর ট্রাকগুলো বিতরণ করে ভোগ্যপন্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031