খাগড়াছড়িতে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে ১০ম পার্বত্য নারী সম্মেলনে ——-কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

॥ লিটন ভট্টাচার্য্য রানা,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করনে বর্তমান সরকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক ভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে।
তিনি শনিবার (২৭ মে) সকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার দাবীতে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য ১০ম পার্বত্য নারী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারী নারী অধিকার নিশ্চিত করনে ইতোমধ্যে মহান জাতীয় সংসদসহ তিন পার্বত্য জেলা পরিষদ, উপজেলা পরিষদে নারীর নেতৃত্ব নিশ্চিত করেছে। এমনকি মহান সংসদে নারী স্পিকার নিযুক্ত করেছেন। এসময় তিনি নারী অধিকার নিশ্চিত করনে নারীদের পাশাপাশি পুরুষদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহবানসহ নারী বান্ধব ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন।
এর আগে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মঙ্গল প্রদীপ জ্বেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
পরে সম্মেলনের আলোচনা সভায় উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সভানেত্রী শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা প্রবীণ শিক্ষাবিদ বোধিসত্ত্ব দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূফা দেওয়ান, রাঙ্গামাটি হৈমন্তীর পরিচালক টুকু তালুকদার ও বান্দরবান বোমাং সার্কেলের পক্ষে বক্তব্য রাখেন ডলাপ্রু মারমা লেনী প্রমূখ।
সম্মেলন থেকে বক্তারা, সংসদে তিন পার্বত্য জেলায় নারী প্রতিনিধি নিশ্চিত, নারী শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত, আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচী গ্রহণ, মানবাধিকার নিশ্চিত, প্রথাগত শাসন ব্যবস্থায় নারী প্রতিনিধি নিশ্চিত এবং নারী নীতিমালায় নারীদের অধিকার অর্ন্তভুক্তকরণের দাবী জানান।
সম্মেলনে তিন পার্বত্য জেলার নারী জনপ্রতিনিধি ও নারী নেত্রী ছাড়াও নানা শ্রেণী-পেশার নারীরা অংশ নেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031