চট্টগ্রাম মহানগর যুবদলের সাথে মতবিনিময় সভায় আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সরকার মিথ্যা ও বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে এখন তার জামিন প্রক্রিয়ায় দীর্ঘায়ু করতে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাচ্ছে। যত তালবাহানা করেন বেগম জিয়াকে দেশের জনগণ বন্দিদশা থেকে মুক্ত করে আনবে। তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত হবে। দেশে এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা দূর করতে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য্য। এইজন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আছি। তিনি সকল যুবদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা সফল করতে নেতাকর্মীদেরকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান। তিনি আজ ১৩ মার্চ মঙ্গলবার সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির মাঠে জনসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপরোক্ত বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুঁইয়া, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ইসমাইল বাবুল, ইকবাল পারভেজ, মিয়া হারুন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রাজু খান, মোহাম্মদ আমিনুল হক লিটন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ গোলজার, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031