জলবায়ু নিয়ে ট্রাম্প–আল গোর বৈঠক
জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ের বিরোধী অবস্থানে থাকা ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই জনিয়েছেন গোর।
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আল গোর ৯০ মিনিটের এ বৈঠক করেন। এসময় তিনি ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সঙ্গেও কথা বলেন।
বৈঠক সম্পর্কে আল গোর বলেন, “আলোচনায় আমরা জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুতে মতৈক্যের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। আলোচনা খুবই আন্তরিক ও কৌতুহলোদ্দীপক হয়েছে। ভবিষ্যতেও আলোচনা চলবে।”
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ক্ষমতায় গেলে প্যারিস জলবায়ু চুক্তি বাতিল ও জাতিসংঘের জলবায়ু তহবিল থেকে অর্থ প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছিলেন।
তবে পরে অবশ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে খোলা মনে যোগ দেওয়ার আভাস দেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের একটি ‘অর্থপূর্ণ জলবায়ু নীতি’ আশা করছেন বলে জানিয়েছেন গোর।
তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ট্রাম্পের সহযোগীরাও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার আগেই সাবেক ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্টের আল গোরের সঙ্গে তার এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে।