দীঘিনালায় অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ আজ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা পাঁচ ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বর্জায় রেখে ২৫২০ জন কর্মহীন, অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা পরিষদ সহযোগিতার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বর্তমানে বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কভিড-১৯-এর করাল থাবায় বিশ্ব আজ ল-ভ-। সারা বিশ্বে দুই লাখের বেশি মানুষ এরই মধ্যে মৃত্যুবরণ করেছে। খোদ যুক্তরাষ্ট্র ঠেকাতে পারছে না তাদের মৃত্যুর মিছিল। করোনার হিংস্রতায় ইউরোপ ছিন্নভিন্ন। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংকটে বিশ্বের উন্নত-সমৃদ্ধ দেশ হতভম্ব! দিশাহারা বিশ্ববাসী! খাগড়াছড়ি জেলাতে আজ একশত পঞ্চাশের উপরে আক্রান্ত।
এ ভাইরাসজনিত কারণে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের কাছে একদিকে যেমন ত্রাণ পৌঁছে দিতে হচ্ছে, আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য জেলা ও উপজেলা ডাক্তারা দিনরাত্র সেবা দিচ্ছে, পাশাপাশি ত্রাণ বিতরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখাকে নিশ্চিত করতে নির্দেশ দিচ্ছেন, বিনা কারণে বাড়ি থেকে বাহির না হাওয়া জন্য অনুরোধ করছি, আপনি সুস্থ্য থাকলে পরিবার সুস্থ্য থাকবে ও সমাজ সুস্থ্য থাকবে।
বিশেষ অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নেতা কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য এড্ আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগে সভাপতি হাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক বিদুৎ বরণ চাকমা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে,এম ইসমাইল হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031