নিজের কেন্দ্রেও সাখাওয়াতের হার

নিজের কেন্দ্রেও সাখাওয়াতের হার

চাষাঢ়ার ঈদগাহ মাঠ সংলগ্ন আদর্শ স্কুলের দুটি কেন্দ্রে সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬৮ ভোট (৫০৪ ও ৪৬২)। আর আইভীর নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৯৩০ ভোট (১২৫২ ও  ৬৭৮)।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বৃহস্পতিবার সন্ধ‌্যা সাড়ে ৭টায় এ স্কুলের দুই কেন্দ্রের ফল ঘোষণা করেন।

অন‌্যদিকে আইভীর কেন্দ্র দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রেও প্রায় সমান ভোটে হেরেছেন বিএনপির প্রার্থী। সেখানে ধানের শীষের ৬২৮ ভোটের বিপরীতে নৌকা পেয়েছে ১ হাজার ৫৯১ ভোট।

ভোট দেওয়ার পর নিজের জয়ের আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন খান

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সিটির ১৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলে।

১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাই স্কুল কেন্দ্রে সকালে নিজের ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী সাংবাদিকদের বলেন, “যে পরিস্থিতি লক্ষ্য করেছি- এখন সন্তোষজনক। এখন পর্যন্ত খারাপ খবর পাইনি। ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করব। সুষ্ঠু নির্বাচনে জনগণ যে রায় দেবে তা মেনে নেব।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গতবারের নির্বাচনে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আইভী।

সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আলোচনায় আসা সাখওয়াত বলেছিলেন, এবার বর্জন নয়, শেষ পর্যন্ত ভোটে থাকবেন তিনি।

সন্ধ‌্যায় ভোটের ফল আসতে শুরু করলে রাত ৮টা পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেইট সংলগ্ন বিএনপির নির্বাচনী মিডিয়া সেল ও কন্ট্রোল রুমে সাংবাদিকদের প্রশ্নে সাখাওয়াত বলেন, “আমি এখনও প্রস্তুত নই। খোঁজ খবর নিচ্ছি, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। পরে আপনাদের সঙ্গে কথা বলব।”

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031