মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ক্ষমতাধরদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এগিয়ে আসায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত ৬ জুন ফোর্বসে আর্টিকেল বের হয় ‘দ্য ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল উমেন ইন-২০১৬’। এই তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ৩৬তম। এজন্য তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন মন্ত্রিপরিষদ। মার্কিন সাময়িকীটির গতবারের এ তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৫৯তম।
