॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বরকল উপজেলার ভূষণছড়া ইউপি নির্বাচন নিয়ে জনসংহতি সমিতি আন্দোলনের নামে লাগাতার অবরোধ দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা বন্ধে বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বরকলের সর্বস্তরের মানুষ।
বুধবার সকালে বরকল উপজেলা সদরে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ বাঙ্গালীদের কয়েকটি সংগঠন এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়।
সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, আরিফুল রহমান আরিফ, আব্দুল সবুর তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে পবিত্র রমজান মাসে রাঙ্গামাটি জেলায় লাগাতার অবরোধ দিয়ে মানুষের যে দূর্ভোগ বাড়িয়েছে সেইসব নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। অন্যথায় পুরো বরকল উপজেলাকে অচল করে দেওয়ার হুশিয়ারী দেন বাঙ্গালী নেতারা।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বরকল বাজার থেকে উপজেলার প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে বরকল বাজার গিয়ে সমাবেশে মিলিত হয়।
