বান্দরবানে বৌদ্ধদের লোকসুখ জাদীর উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের লোকসুখ জাদীর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার ওয়াব্রাইং পাড়া পাহাড়ে স্থাপিত লোকসুখ জাদীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মঙ্গলসুত্র পাঠার মাধ্যমে জাদীটি সকলের জন্য উৎসর্গ করেন বান্দরবান রাজ গুরু ভিক্ষু উ প ঞা ঞা জোত থের ( উচহ্লা ভান্তে)। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণী ও ধর্মের লোকজন উপস্থিত ছিলেন। জাদীর উদ্বোধনী অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি বলেছেন,ধর্ম মানুষের মনকে পবিত্র ও প্রসন্ন করে।জাদী বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থ কেন্দ্র। যে কোন মানুষ পবিত্র জাদীর বেদীতে বিচরণ করে মানুষের মনে শান্তি আসে। পাপাচারে সহজে লিপ্ত হতে পারে না। মানুষ ধর্ম থেকে সরে যাচ্ছে বলেই সমাজে নানা ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি স্ব-ধর্মকে আঁকড়ে ধরে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031