বেসিস নির্বাচন উপলক্ষে মোস্তফা জব্বারের খোলা চিঠি

আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) এর নির্বাচন উপলক্ষে নিজেদের প্যানেল ঘোষণা করে গণমাধমে খোলা চিঠি পাঠিয়েছেন দেশের প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। বুধবার সকালে গণমাধ্যমে এ চিঠি পাঠান তিনি।

গণমাধ্যমে পাঠানো মোস্তফা জব্বারের খোলা চিঠি জাগো নিউজ পাঠকের জন্য হুবহু তুলে দেয়া হলো;

বেসিস- বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক সংগঠন, যা আজ তথ্য প্রযুক্তি অঙ্গনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত। জন্মলগ্ন থেকে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমেই বেসিস আজ বর্তমান অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।

সাফল্য আর সীমাবদ্ধতা মিলিয়েই একটি সংগঠন এগিয়ে যায়, তাই বেসিসের আজকের সাফল্য এবং সীমাবদ্ধতা- দু`টোর কৃতিত্ব এবং দায়ভারের সমান অংশীদার শুরু থেকে আজ অব্দি বেসিসের কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সমিতির সাধারণ ও সহযোগী সদস্যদের। এটি একটি ধারাবাহিকতা যা আমরা প্রবাহমান রেখে চলেছি।

বেসিস যেমন বড় হয়েছে, তেমনি বড় হয়েছে আমাদের প্রাণপ্রিয় তথ্য প্রযুক্তি শিল্প, একই সাথে বড় হয়েছে দেশের ভেতরে এবং দেশের বাইরে বেসিসের সদস্য কোম্পানিগুলোর কাজের পরিধি। আইসিটি সেবা বা পণ্যের দেশীয় বাজারের অধিকতর সম্প্রসারণ এবং সেই সাথে আউটসোর্সিং এর মাধ্যমে বিদেশের ক্রেতা আকর্ষণের মাধ্যমে বেসিস মেম্বার কোম্পানির ব্যবসা বৃদ্ধির উদ্দেশে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ আজ সময়ের দাবি।

সেই সাথে, বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে বেসিস-কে পালন করতে হবে সংগঠিত এবং সমন্বিত ভূমিকা। আইসিটি ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এবং আমাদের এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে বেসিসের ভূমিকা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি বেসিসের নিকট আমাদের মেম্বারদের চাহিদাও আজ যৌক্তিকভাবেই অনেক বেশি।

সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় এই শিল্পের সাথে সংশ্লিষ্ট আমাদের সকলের জন্য বেসিসের কার্যকরি পরিষদের আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিসের বর্তমান বোর্ড একদিকে যেমন বেশকিছু প্রশংসনীয় কাজ করেছে তেমনি সমালোচনা করার মত অনেক বিষয়ও রয়েছে। একজন দায়িত্ববান মেম্বার হিসেবে ভাল কাজের প্রশংসা করার পাশাপাশি আমিও ছিলাম সমালোচকদের দলে।

বেসিসের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সময়ের দাবিতে আজ আমি ২৫শে জুন অনুষ্ঠিতব্য বেসিস নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নমিনেশনের কাগজটি জমা দেয়ার সাথে সাথে আইসিটি খাতের অভিজ্ঞ যোদ্ধাদের পাশাপাশি নতুনদের অভূতপূর্ব সাড়া আমার আস্থা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

বেসিসের বিশাল কর্মযজ্ঞ এবং মেম্বারদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে প্রয়োজন টিম-ওয়ার্ক। সেই লক্ষ্যকে মাথায় রেখে, আমার ২৯ বছরের অভিজ্ঞতা এবং এই শিল্পের মূলধারার সাথে সংস্লিষ্ট নতুন ও পুরনো সহযোদ্ধাদের সাথে পরামর্শ ও সমর্থন নিয়ে আমি একটি প্যানেল তৈরি করেছি আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য ।

বেসিসের কার্যক্রম আরও গতিশীল এবং রেজাল্ট ওরিয়েন্টেড করার উদ্দেশে সম্পূর্ণ নতুন এই প্যানেলে নতুন মুখের পাশাপাশি বর্তমান এবং পূর্ববর্তী বোর্ডে কাজ করার অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে এই প্যানেলে।

আমরা খুব শিগগিরই সদস্যদের মতামতের ভিত্তিতে আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে আমাদের কর্মপরিকল্পনা বেসিসের সম্মানীয় ভোটারদের সাথে শেয়ার করবো।

১৯৯৭ সালে সংগঠিত বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতিসহ সকল প্রাক্তন সভাপতি এবং প্রত্যেকটি বোর্ডের সকল কার্যকরি পরিষদ সদস্যদের প্রতি যথাবিহিত সন্মান এবং কৃতজ্ঞতা প্রকাশপূর্বক আমি নিম্নে আমার প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করছি। এবং একইসাথে বেসিসের সকল বর্তমান মেম্বারদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

সাধারণ সদস্য পদে প্রার্থী আমি মোস্তাফা জব্বার, আনন্দ কম্পিউটার্স , ফারহানা এ. রহমান, ইউ ওয়াই সিস্টেমস লি, রাসেল টি আহমেদ, টিম ক্রিয়েটিভ, এম রাশিদুল হাসান, সিস্টেক ডিজিটাল লি., মো. মোস্তাফিজুর রহমান সোহেল, অ্যাডভান্স ই আর পি (বিডি) লি., এ কে এম আহমেদুল ইসলাম, এটম এপি লি., রিয়াদ এস এ হুসেইন, ম্যাগনিটো ডিজিটাল, দেলোয়ার হোসাইন ফারুক, রেডিসন ডিজিটাল টেকনলজিস লি., এবং সহযোগী সদস্য পদে প্রার্থী আছেন উত্তম কুমার পাল, বেস্ট বিজনেস বন্ড লি.। আপনাদের সবার দোয়াপ্রার্থী, মোস্তাফা জব্বার, আনন্দ কম্পিউটার্স।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031