চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাত ইউনিয়নের ছয়টিতে চেয়ারম্যান পদে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। একটি গেছে বিএনপির ঘরে। শনিবার (২৮ মে) দিনব্যাপী দফায় দফায় সংঘাতের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংঘাতে গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন।
ভোটগণনা শেষে রাত ৮টা ৪৫ মিনিটে রিটার্নিং অফিসার ইলিয়াছ কামাল ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন, বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে আব্দুল মান্নান মোনাফ, সারোয়াতলী ইউনিয়নে বেলাল হোসেন, আমুচিয়া ইউনিয়নে কাজল দে, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মো.মোকাররম, পোপাদিয়া ইউনিয়নে এস এম জসীম উদ্দিন এবং চরণদ্বীপে শামসুল আলম।
একমাত্র আহলা-কড়লডেঙ্গা ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী হামিদুল হক মন্নান।
