রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট :: রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অস্ত্রধারী সদস্যরা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -এর কালেক্টর নির্মল চাকমাকে গুলি করে হত্যা করেছে।
রোববার (১৬ মার্চ) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মল চাকমা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে তন্যা খামার পাড়া এলাকায় সন্তু লারমার পিসিজেএসএস’র সদস্যরা ইউপিডিএফের তিনজন কালেক্টরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলে ইউপিডিএফের সাব পোস্ট পরিচালক ও কালেক্টর নির্মল চাকমা গুলিতে নিহত হন। তবে ইউপিডিএফ’র অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পর পরই ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রদান নিরন চাকমা স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে এ ঘটনার জন্য সন্তু লারমার পিসিজেএসএসকে দায়ী করা হয় এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দোসর সন্তু লারমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। রাষ্ট্রীয় বিশেষ মহল এখনো সন্তু লারমাকে মদত দিয়ে খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। আজকে খামার পাড়ায় ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনাও তারই অংশ।
ইউপিডিএফ নেতা নির্মল খীসার হত্যাকারীদেরসহ হত্যাকা-ের মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, আমিও ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930