রাঙ্গামাটি পৌরসভা ১ম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধূলার মাধ্যমে পার্বত্য এলাকায় সম্প্রীতি গড়ে তোলা সম্ভব ——নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি

॥ মিল্টন বাহাদুর ॥

খেলাধূলার মাধ্যমে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

তিনি বলেন, পার্বত্য এলাকায় যারা খেলাধূলার সাথে সম্পৃক্ত তারা উদ্দোমী ও পরিশ্রমী। তাই আমাদের ছেলে মেয়েরা যদি খেলাধূলা চর্চা সঠিক ভাবে করে তাহলে খেলাধূলার মাধ্যমে বিশ্বে কাছে পার্বত্য এলাকার পরিচিতি লাভ করা সম্ভব।

গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাঙ্গামাটি চিংহ্লা মং চৌধুরী (মারী) স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং রাঙ্গামাটি পৌরসভার পুষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের ব্যবস্থাপনায় রাঙ্গামাটি পৌরসভা ১ম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগ-২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উপ-পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও আহবায়ক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাঈদ তারিকুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান।

পরে রাঙ্গামাটি পৌরসভা ১ম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের গতকালের খেলায় অভিলাষ স্পোটিং ক্লাব ১০৭ রানে প্রগতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে ইলিয়াস লেঠাম, টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হয়েছে জুয়েল দাশ ও সেরা বোলার হয়েছে কামরুল।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031