লেনোভো থিংকপ্যাডে লেনোভো স্মার্টফোন!

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড লেনোভো‘তে বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।
পুরো রমজান জুড়ে চলা এ অফারের আওতায় লেনোভো ব্রান্ডের যেকোনো মডেলের ল্যাপটপ কিনে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন পাঞ্জাবী ও টুপি।
আর একটু হাই-রেঞ্জ বা উচ্চমানের বৈশিষ্ট্যযুক্ত ল্যাপটপের গ্রাহকরা লেনোভো থিংকপ্যাড ইয়োগা ২৬০ মডেলটি কিনলে পাবেন লেনোভো এ১০০০ মডেলের একটি স্মার্টফোন। ইন্টেল কোর আই সেভেন প্রসেসরযুক্ত থিংকপ্যাডটির ১২.৫ ইঞ্চি পর্দা ফুল এইচডি, ৮ জিবি ডিডিআর৪ ৠাম, স্টোরেজ ৫১২ জিবি।
হালকা পাতলা গড়নের ইয়োগা ২৬০‘এ থাকছে তিন বছরের ওয়্যারেন্টি।
এছাড়া স্মার্টফোনের গ্রাহকরা ব্র্যান্ডটির যেকোনো মডেলের স্মার্টফোন কিনলে সঙ্গে পাচ্ছেন দারুণ একটি টি-শার্ট।
রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজার সহ দেশব্যাপী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট আউটলেটে অফারটি চলছে।
স্টক থাকা পর্যন্ত অফারটি উপভোগ করা যাবে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031