৩০০ ক্রিকেটারকে নিয়ে হওয়া নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার

৩০০ ক্রিকেটারকে নিয়ে হওয়া নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিবকে নিয়েছে কেরালা কিংস। এই দলের কোচ হিসেবে থাকছেন কারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। দলের আইকন ক্রিকেটার ওয়েন মর্গ্যান। দলে আছে কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভিরও।

নিলামের দ্বিতীয় ডাকেই তামিমকে নিয়েছে পাখতুনস। এই দলের আইকন ক্রিকেটার শহিদ আফ্রিদি। সতীর্থ হিসেবে তামিম পাচ্ছেন ফখর জামান, আহমেদ শেহজাদ, ডোয়াইন স্মিথদের।

সাকিব ও তামিম, দুজনই ছিলেন পারিশ্রমিকের শীর্ষ ক্যাটেগরিতে, যেটির পারিশ্রমিক ৩০ হাজার ডলার।

মুস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্স দলে। দলটির আইকন ক্রিকেটার সরফরাজ আহমেদ। খেলবেন ড্যারেন স্যামি, আন্দ্রে ফ্লেচার, সুনিল নারাইনরা।

আগে বলা হয়েছিল, আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর হবে টুর্নামেন্ট। তবে নতুন সূচিতে তা এগিয়ে আনা হয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট হবে আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর।

সিক্স-এ-সাইড টুর্নামেন্টগুলো বাদ দিলে এটি হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ। প্রতি দল খেলবে ১০ ওভার করে। প্রতি ইনিংসের সময় থাকবে ৪৫ মিনিট। ছয়টি দলকে নিয়ে হবে টুর্নামেন্ট।

মারাঠা অ্যারিবিয়ান্স দলের আইকন ক্রিকেটার বিরেন্দর শেবাগ। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হকের মালিকানাধীন পাঞ্জাবি লিজেন্ডস দলের আইকন শোয়েব মালিক। কলম্বো লায়ন্স দলটি গড়া হয়েছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কলম্বো দলের ক্রিকেটারদের নিয়ে।

দলের উল্লেখযোগ্য ক্রিকেটার:

কেরালা কিংস: ওয়েন মর্গ্যান (আইকন), সাকিব আল হাসান, কাইরান পোলার্ড, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির।

পাখতুনস: শহিদ আফ্রিদি (আইকন), তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান।

বেঙ্গল টাইগার্স: সরফরাজ আহমেদ (আইকন), মুস্তাফিজুর রহমান, সুনিল নারাইন, ড্যারেন স্যামি, রুম্মান রাইস, আন্দ্রে ফ্লেচার।

মারাঠা অ্যারাবিয়ান্স: বিরেন্দর শেবাগ (আইকন), কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, মোহাম্মদ সামি, লেন্ডল সিমন্স।

পাঞ্জাবি লিজেন্ডস: শোয়েব মালিক (আইকন), মিসবাহ-উল-হক, কার্লোস ব্র্যাথওয়েট, হাসান আলি, উমর আকমল, ক্রিস জর্ডান, লুক রনকি, আদিল রশিদ।

কলম্বো লায়ন্স: দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাবিরা, কিথুরয়ান ভিথানাগে, শিহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, সাচিত্রা সেনানায়েকে, জেফ্রি ভ্যান্ডারসে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031