অবশেষে ‘মাদকের হাটে’ রেলের উচ্ছেদ অভিযান

নগরীর কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডে রেলের জায়গায় গড়ে ওঠা বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা ইশরাত রেজা। এতে নগর পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহযোগিতা করে।

রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে রেলের ২ একর ভূমি দখলমুক্ত হয়েছে।

বিকেল পাঁচটায় অভিযান শেষ হবে জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযান পরিচালনার জন্য বাজেট না পাওয়া পর্যন্ত অভিযান শুরু করা যাবে না। তিনি বলেন, এখানে রেলের জায়গায় আরও অনেক অবৈধ দখলদার আছে। তাদের উচ্ছেদ করতে অন্তত আরও দুইদিন অভিযান পরিচালনা করতে হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার(২ আগস্ট) নগরীর আইস ফ্যাক্টরি রোডে মুখোমুখি অবস্থান নেয় দুই মাদক ব্যবসায়ীর লোকজন। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031