আন্দরকিল্লায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রাস্তায় পড়ে থাকতে দেখে কোতোয়ালী থানার টহল পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক আগেই মৃত্যু হয়েছে বলে জানান।