বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের পর রোনালদোকে বিজয়ী ঘোষণা করে উয়েফা।
বার্সেলোনার লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুইবার ইউরোপ সেরা হলেন রোনালদো।
বর্ষসেরার লড়াইয়ে সংক্ষিপ্ত তিনে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই ক্লাব সতীর্থ ওয়েলসের গ্যারেথ বেল ও আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
রিয়াল গত মৌসুমে লা লিগার শিরোপা না জিতলেও ৩৫ গোল করেন রোনালদো। তবে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ গোল করেন তিনি। এরপর পর্তুগালের হয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতেন তারকা এই ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেন বেল। ওয়েলসের এই ফরোয়ার্ড ইউরোতেও অসাধারণ ফুটবল উপহার দেন।
আতলেতিকোর হয়ে ২০১৫-১৬ মৌসুমটা অসাধারণ কাটে গ্রিজমানের। লা লিগায় গত মৌসুমে ২২টি গোল করেন তিনি। এর পর ফ্রান্সের হয়ে ৬ গোল করে ২০১৬ ইউরোর গোল্ডেন বুট জেতেন ২৫ বছর বয়সী তারকা এই ফরোয়ার্ড।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, “অবশ্যই আমি খুশি কারণ এটা ছিল অসাধারণ এক মৌসুম।”
সংক্ষিপ্ত তলিকায় থাকা দুই প্রতিদ্বন্দ্বীর প্রশংসাও করেন পর্তুগালের অধিনায়ক।
“আমি যদি এই দুই অসাধারণ খেলোয়াড়ের (বেল ও গ্রিজমান) কথা উল্লেখ না করি, তাহলে এটা ঠিক হবে না”
