এনসিসি’র নব নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিবেন আজ

সদ্য শেষ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরসহ ৩৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি শপথ গ্রহণ করবেন ৫ জানুয়ারি বৃহস্পতিবার।এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছয়দিন পর নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের পদবি ও নাম তালিকা দিয়ে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলয়া এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।গত ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রায় ৭৭ হজার ভোটের ব্যবধানের বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াতকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন বিএনপি সমর্থিত, ১১ জন আওয়ামীলীগ, একজন বাসদ, একজন জাতীয় পার্টি (এরশাদ) ও দুইজন স্বতন্ত্র কাউন্সিলর। এছাড়া সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানকে প্রায় ১ লাখ ভোট ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী। এরপর ২০১৬ সালের ২১ জুন সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়।এবারের নির্বাচনে আইভীর নিরঙ্কুশ বিজয়ে নারায়ণগঞ্জবাসী আশা করেন আইভীকে সরকার পুর্নমন্ত্রী পদমর্যাদা দিবেন। কেন না, বিভাগীয় সিটি করপোরেশন পুর্ণমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে মেয়রদে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031